প্রকাশিত : ১৮:৪২, ২ জানুয়ারি ২০২২
বছরের শুরুতেই কোভিডে আক্রান্ত হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সকাল সকাল সৃজিতের সাদা কালো ছবিতে ছেয়ে গেল নেটপাড়া। উপরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়।’ প্রথম দেখাতে যে কারও বুকে ছাৎ করে উঠতেই পারে।
একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে, নীচে লেখা ‘আইসোলেশন’ শব্দটি। এ দিকে পরিচালকের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এরই মধ্যে রবিবার সকাল থেকে এই মিমে ছেয়ে যায় নেট পাড়া। মজা করতে আসরে নামেন সৃজিতও।
ছবিটি তার সমস্ত সোশ্যাল পেজে পোস্ট করেন তিনি। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়’। ছবির নীচের দিকে কোণায় বামদিকে ছোট্ট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইশোলেশন চলে গিয়েছেন পরিচালক।
You choose peace or war?